২ বছরে দেশে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ জানুয়ারি-মার্চে

ডেইলি স্টার প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১৫:২৩

রাজনৈতিক অনিশ্চয়তা ও অনিয়মিত জ্বালানি সরবরাহের কারণে দেশে বিদেশি বিনিয়োগে ধীরগতির পর গত জানুয়ারি থেকে মার্চে তা বেড়েছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা যায়—চলতি বছরের প্রথম প্রান্তিকে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়ে হয়েছে এক দশমিক ৫৮ বিলিয়ন ডলার। এর মধ্যে ৭১১ মিলিয়ন ডলার পুনর্বিনিয়োগ করা হয়েছে। বাকি ৮৬৫ মিলিয়ন ডলার দেশে রয়ে গেছে।


বিদেশি বিনিয়োগের এই প্রবাহ এক বছর আগে একই সময়ের ৪০৩ মিলিয়ন ডলারের তুলনায় ১১৪ শতাংশ বেশি।


এটি ২০২২ সালের মাঝামাঝি সময়ের পর থেকে সর্বোচ্চ ত্রৈমাসিক নিট বিদেশি বিনিয়োগ। ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে পাওয়া ৪৯০ মিলিয়ন ডলারের তুলনায় ৭৬ শতাংশ বেশি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও