সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
ইত্তেফাক
প্রকাশিত: ২৮ মে ২০২০, ০৬:২২
সৌদি আরবে জালালাবাদ এসোসিয়েশন রিয়াদের সিনিয়র সহ-সভাপতি, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আজমত হোসেন (৭০) মারা গেছেন। বুধবার (২৭ মে) স্থানীয় সময় বিকালে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস এবং বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ শাখার সভাপতি কাপ্তান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজমত হোসেন সিলেটর জকিগন্জ উপজেলার সুলতান ইউনিয়নের লালাপুর গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে রিয়াদের ধীরা এলাকায় আগর/ আতর ও পারফিউমের ব্যবসা করে আসছিলেন। তিনি বলেন, তার মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন রিয়াদের সকল সদস্য শোকাহত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বাংলাদেশীর মৃত্যু
- সৌদি আরব