খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান সস্ত্রীক করোনায় আক্রান্ত
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান (৮০)। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার সহধর্মিণীও (৭০)। বুধবার (২৭ মে) তাদের করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
করোনায় আক্রান্ত হয়ে আব্দুর রেজ্জাক মঙ্গলবার থেকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। একই তথ্য দিয়ে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মাসুদ আহমদ তালুকদার জানান, গত ২০ মে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খানের করোনাভাইরাস শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া মঙ্গলবার তাকে ও তার স্ত্রীকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৬৪ সালে ঢাকা জজ আদালতে আইনজীবী হিসাবে হাতেখড়ি হয় আব্দুর রেজ্জাক খানের। এর ৩ বছর পর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন তিনি।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন এই বর্ষীয়ান আইনজীবী। তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতিও ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.