কোহলির 'সত্যিকারের সাহসী' শাস্ত্রী
তাঁর ভারত জাতীয় দলের কোচ হওয়ার পেছনে বিরাট কোহলির ভূমিকা আছে। আগের কোচ অনিল কুম্বলের সঙ্গে তাঁর বনিবনা হতো না বলেই কুম্বলে দায়িত্ব ছেড়ে গেছেন। এরপর রবি শাস্ত্রীকে কোচ করার আগে কোহলির মতামত জানতে চায় কোচ নিয়োগে দায়িত্বপ্রাপ্ত কমিটি। ২০১৯ বিশ্বকাপের পর শাস্ত্রীর চুক্তি নবায়ন নিয়ে তর্ক-বিতর্ক হলেও সেটি বাড়ানোর পেছনেও কোহলির হাত আছে বলে অনুমান।
সেবার কোচ নিয়োগে নিয়োজিত কমিটি সরাসরি কোহলির মতামত জানতে চায়নি, তবে সংবাদমাধ্যমে ভারত অধিনায়ক আগেই জানিয়ে রাখেন, শাস্ত্রী কোচ হিসেবে চালিয়ে গেলেই তাঁর ভালো লাগবে। সেই শাস্ত্রীর সঙ্গে যে কোহলির দারুণ সম্পর্ক, তা আর না বললেও চলে। আজ শাস্ত্রীর ৫৮তম জন্মদিন। আর জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁকে 'সত্যিকারের সাহসী' উপাধি দিয়েছেন কোহলি।
কোচকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে কোহলি লিখেছেন, 'অনেকেই আত্মবিশ্বাসী হওয়ার ভান নিয়ে চলে। তবে সত্যিকারের সাহসী থাকেন অল্প কজনই। শুভ জন্মদিন, রবি ভাই। ঈশ্বর আপনার মঙ্গল করুন।' ভারতের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'অনেক সুখী হন। শুভ জন্মদিন, রবি ভাই। ভালো একটা দিন কাটুক আপনার। আশা করি শিগগিরই দেখা হবে।'