রোহিঙ্গা গণহত্যা মামলায় কাগজ জমা দেওয়ার সময় পেলো গাম্বিয়া
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৩:১০
আন্তর্জাতিক বিচারিক আদালতে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে রোহিঙ্গা গণহত্যা সম্পর্কিত কাগজ জমা দেওয়ার কথা ছিল গাম্মিয়ার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গাম্বিয়া কাগজ জমা দেওয়ার সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।
গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচারিক আদালত ২৩ জানুয়ারি আদেশ দেয় ২৩ জুলাই এর মধ্যে মামলা সংক্রান্ত তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য।
মঙ্গলবার (২৬ মে) রাতে আন্তর্জাতিক বিচারিক আদালত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাম্বিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই এর পরিবর্তে ২৩ অক্টোবর তাদের কাগজ জমা দেবে। আর নতুন ব্যবস্থা অনুযায়ী মিয়ানমার তাদের সাক্ষ্যপ্রমাণ আগামী বছরের ২৩ জুলাই হাজির করবে।