You have reached your daily news limit

Please log in to continue


ভারতে আটক ‘গোয়েন্দা’ কবুতর, একটি আংটি ও কিছু সংখ্যা নিয়ে রহস্য!

কাশ্মীর সীমান্তে যখন উত্তেজনা চলছে তখন সন্দেহভাজন ‘গুপ্তচর’ কুবতর আটক করেছে ভারত। ধারণা করা হচ্ছে, কবুতরটি পাকিস্তানে প্রশিক্ষণ প্রাপ্ত। জম্মু ও কাশ্মিরের আন্তর্জাতিক সীমান্ত রেখা বরাবর কাঠুয়া জেলায় আটক হয়েছে এ কবুতর।  পুলিশ জানায়, পাকিস্তানের দিক থেকে কবুতরটি উড়ে আসার পরপরই হিরানগরের মানিয়ারি গ্রামের বাসিন্দারা এটিকে আটক করে। তার কাছে একটি আংটিসহ কোড বার্তা পাওয়া গেছে। নিরাপত্তা সংস্থার সদস্যরা বলছেন, কোড বার্তায় কি আছে তা উদ্ধারের চেষ্টা চলাচ্ছেন তারা। কাঠুয়ায় পুলিশ কর্মকর্তা শিলেন্দ্র মিশরা বলেন, ‘গ্রামবাসী পুলিশের কাছে এ কবুতরটি দিয়ে গেছে। দেখা যাচ্ছে এর পায়ে একটি আংটি পরানো। তাতে কিছু সংখ্যা আছে। এ নিয়ে আমরা তদন্ত করছি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন