করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের আমেনা জেনারেল হাসপাতালের পরিচালক আমেনা খাতুন মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আমেনা খাতুনের ছেলে এম আবুল বাশার সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনি ও অবস) হিসেবে অবসর নেওয়ার পর থেকে মা বাড়ির নিচতলায় আমেনা জেনারেল হাসপাতালে রোগী দেখতেন। সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হলেও সেখানে নিয়মিত যেতে হতো না। ১৫ দিন আগে তার করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয়। নয় দিন আগে আইইডিসিআরের রিপোর্টে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। বাড়িতেই আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.