গণস্বাস্থ্যের কিটের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত চায় ঐক্যফ্রন্ট
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের নমুনার কার্যকারিতা পরীক্ষার ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানান ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে তাঁর রোগমুক্তি কামনা করেন নেতারা।
বিবৃতিতে নেতারা বলেন, বেশ কয়েকদিন ধরে করোনা শনাক্তরণ কিটের জন্য অনেক বেশি কাজ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী সংক্রমণের ঝুঁকি অনেক বাড়িয়েছেন- এটা নিশ্চিতভাবেই বলা যায়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে, সরকার পদে পদে বাধা সৃষ্টি করে এখনো কিটটি বাজারে আসতে দেয়নেতারা আরো বলেন, ‘দেশে সামাজিক করোনা ছড়িয়ে পড়ার এই সময়ে সরকারি টেস্টের চরম অপ্রতুলতার মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট জনগণকে খু্বই সাহায্য করতে পারত। কিটের পরীক্ষার ফলাফল অতি দ্রুত প্রকাশ করে সেই ব্যাপারে অনতিবিলম্বে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।'
এ সময় যেকোনো প্রয়োজনে যেকোনো সময় ডা. জাফরুল্লার চিকিৎ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.