করোনায় হাসপাতাল–হোটেল ঘুরে ঘুরে ঈদেও প্রিয়জন থেকে দূরে

প্রথম আলো প্রকাশিত: ২৬ মে ২০২০, ১০:০৪

কামাল আহমদে চৌধুরী ঢাকা মহানগর জেনারেল কোভিড হাসপাতালের একজন চিকিৎসক। রোববার রাতে তিনি হাসপাতালে দায়িত্ব পালন করেন। সোমবার ঈদের দিন সকালে তাঁর দায়িত্ব পালন শেষ হয়। এরপর তিনি গিয়ে উঠেছেন নয়াপল্টনের ক্যাপিটাল হোটেলে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঈদের দিনও পরিবারের সঙ্গে তিনি থাকতে পারেননি। এই হোটেলে কোয়ারেন্টিনে তাঁকে আরও ১৪ দিন থাকতে হবে।

চিকিৎসক কামাল আহমদে চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে আদিনার বয়স আট বছর। এই প্রথম ঈদ আমার পরিবারের সঙ্গে কাটাতে পারলাম না। আমার মেয়ে আমাকে বলেছে, “বাবা, তুমি আজ বাসায় আসবে না?” আমি তাকে বলেছি, করোনা চলে গেলে স্থায়ীভাবে বাসায় আসতে পারব। ঈদের এই সময়ে পরিবার পরিজন ছাড়া আগে কখনো এমন সময় কাটেনি।'

চিকিৎসক কামাল আহমদে চৌধুরীর মতো আরও অনেক চিকিৎসক ঈদের এই করোনাকালে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছেন না। এক দল চিকিৎসক হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা সেবা দিয়ে চলেছেন। আরেক দল চিকিৎসকের হোটেলে কোয়ারেন্টিনে কাটছে সময়। ঢাকার তিনটি কোভিড হাসপাতালের সাতজন চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেল, এসব হাসপাতালে ১০দিন দায়িত্ব পালন করার পর ১৪ দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকেন। মাসে মাত্র ছয় দিন পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় পাচ্ছেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও