কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাইরে থেকে এসে অনেকেই মানছেন না হোম কোয়ারেন্টিন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ মে ২০২০, ০৭:৩৮

ঈদ উপলক্ষে গত কয়েকদিনে কয়েক হাজার মানুষ দেশের বিভিন্ন জেলা থেকে মাগুরায় এসেছেন। এদের মধ্যে খুব কম সংখ্যক লোকই হোম কোয়ারেন্টিন মেনে চলছেন। বেশির ভাগেরই দোকানসহ বিভিন্ন স্থানে আড্ডা দিতে দেখা গেছে। আবার কেউ কেউ নিজে থেকেই কোয়ারেন্টিন মেনে চলছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ দাবি করেছে, বাইরে থেকে আসলেই তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।ঈদ শুরুর কয়েকদিন আগে থেকেই জেলায় ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে দেশের বাড়ি মাগুরা আসতে শুরু করে মানুষজন। ঈদের আগের শেষ তিন দিন প্রাইভেটকার, মোটরসাইকেল এবং অন্যান্য যানে অসংখ্য মানুষকে বাড়ি আসতে দেখা যায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২২ মে হোম কোয়ারেন্টিনে ছিল ১৫১ জন এবং সর্বশেষ ২৪ মে ছিল ১৫৮জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এখন পর্যন্ত কেউ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও