You have reached your daily news limit

Please log in to continue


সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাদ্দাম (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে পৌর এলাকার কাঁচাবাজারের পাশে একটি দেয়ালে লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়ার ছেলে এবং ১০ম শ্রেণির ছাত্র। প্রত্যেক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে তিনজন আরোহী উপজেলার শালগ্রামপুর সড়ক দিয়ে সখীপুরে আসছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় কাঁচাবাজারের পাশে একটি ইটের দেয়ালে লেগে যায়। এতে ঘটনাস্থলেই মাথা ফেটে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। অন্যজনকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন