বাড়ির ছাদে ঈদের জামাত
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৫ মে ২০২০, ০৯:২৬
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের কারণে খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করতে না পারলেও প্রতিটি মসজিদে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে শত শত মুসল্লিরা নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেছেন।
এদিকে শহরের বিভিন্ন বাড়ির ছাদেও আয়োজন করা হয়েছিলো ঈদের নামাজের। সোমবার (২৫ মে) ঈদের দিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিভিন্ন বাড়ির ছাদে ব্যক্তিগত উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এতে শুধুমাত্র ওই বাড়ির বিভিন্ন তলায় থাকা বাসিন্দারা অংশ নেন। শহরের অনেক অ্যাপার্টমেন্টেই এমন আয়োজন করেছেন ভবনগুলোতে বসবাসরত মুসলিম পরিবারগুলো।