অবনমন ঠেকাতে খেলোয়াড়দের দেহে করোনা সংক্রমণ!

চ্যানেল আই প্রকাশিত: ২৫ মে ২০২০, ০৯:২২

রীতিমত আঁতকে ওঠার বিষয়, করোনার সংক্রমণ থেকে বাঁচতে যেখানে দেশে দেশে লকডাউন চলছে, সবাইকে গৃহবন্দি থাকতে হচ্ছে, সেখানে কিনা ইংলিশ ক্লাব ওয়াটফোর্ড ইচ্ছা করেই খেলোয়াড়-কোচিং স্টাফদের দেহে করোনা জীবাণু ঢুকিয়ে দিচ্ছে! যাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন থেকে বাঁচা যায়! এমন দাবি আবার দলটির ডিফেন্ডার ক্রিস্টিয়ান কাবাসেলে।

কাবাসেলের বক্তব্য ভয় পাওয়ার মতো হলেও আসলে পুরো বিষয়টা কৌতুক, তবে শ্লেষ মেশানো। কেনো ওয়াটফোর্ড খারাপ খেলছে, একজনের এমন প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছেন কাবাসেলে।

২০১৯-২০ মৌসুমে বেশ করুণ অবস্থা ওয়াটফোর্ডের। রীতিমত অবনমন অঞ্চলে অবস্থান দলটির। করোনাভাইরাসের কারণে দুই মাস বন্ধ থাকার পর আবারও যখন ফেরার অপেক্ষায় প্রিমিয়ার লিগ, তখন দলটিতে আবারও করোনার হানা। দুই খেলোয়াড়সহ ক্লাবটির মোট চারজন কোভিড-১৯ ভাইরাসে পজিটিভ। ক্লাবের সবশেষ অবস্থা টুইটারে জানানো মাত্র বেশ সমালোচনা হয়েছে ওয়াটফোর্ডকে নিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও