স্কুলের গেটে প্রেমিকের ঠায় দাঁড়িয়ে থাকা, ছুটির পর প্রেমিকাকে এক পলক দেখার আশায়। স্কুল ড্রেস পরা প্রেমিকার দূর থেকে মৌনতা। কাগজে লেখা চিঠি ছুঁড়ে দেওয়া কিংবা প্রেমিকার গাড়ির পেছন পেছন সাইকেল নিয়ে ছুটে যাওয়া...।এমন দৃশ্য এখন আর সচরাচর দেখা যায় না স্কুলগুলোকে কেন্দ্র করে।
মূলত এমন কিছু পুরনো প্রেমের দৃশ্য নিয়ে তৈরি হলো বিশেষ গানচিত্র ‘একটুখানি’। আসিফ ইকবালের কথায় গানটির কণ্ঠ ও সুর দিয়েছেন মিনার। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।গানটিকে ধরে গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। যেখানে মডেল হিসেবে দেখা মিলেছে তৌসিফ ও মেহজাবীন চৌধুরীকে। ২৪ মে গানচিলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়া গানটি প্রসঙ্গে এর প্রযোজক ও গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘‘আশি দশকের সময়কে ধারণ করে একটি টিনএজ ভালোবাসার গল্প নিয়ে তৈরি হলো টেলিছবি ‘কেনো’।
মূলত সেখানেই ব্যবহার হলো ‘একটুখানি’ গানটি। পুরো শুটিং হয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। গান বলুন আর গল্প বলুন, বিষয়টি নস্টালজিক। আশা করছি, সবার ভালো লাগবে।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.