আগুনে ঘি ঢাললেন ইউনিস খান

প্রথম আলো প্রকাশিত: ২৪ মে ২০২০, ১৮:২৬

বিতর্ক ও পাকিস্তান ক্রিকেট পাশাপাশি চলে। আজ এঁকে নিয়ে কথা উঠছে তো কাল তাঁকে নিয়ে। ক্রিকেটার অভিযুক্ত করছেন বোর্ডকে, আবার বোর্ড শাস্তি দিচ্ছে ক্রিকেটারকে। পাকিস্তান ক্রিকেটের এই চিরায়ত বিতর্কের আগুনে খানিকটা ঘি ঢাললেন ইউনিস খান। পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন ইউনিস। তা-ও কোন পরিস্থিতিতে অধিনায়কত্বটা পেয়েছিলেন! বিশ্বকাপের কয়েক মাস আগে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর হামলা হলো।

এরপর বিপদশঙ্কুল পাকিস্তান দলের অধিনায়কত্বে এসেছিলেন ইউনিস বিশ্বকাপের আগে আগে। এসেই বাজিমাত! কিন্তু এর ছয় মাসেরও কম সময়ের মধ্যে নেতৃত্ব যায় পাকিস্তানি কিংবদন্তির। সংবাদমাধ্যমে তখন খবর এসেছিল, খেলোয়াড়দের বিদ্রোহে নেতৃত্ব গেছে ইউনিসের।গালফ নিউজের সঙ্গে আলাপে সেই তেতো স্মৃতি নিয়ে কথা বলেছেন ৪২ বছর বয়সী সাবেক এ অধিনায়ক।

ইউনিস মনে করেন, সত্য কথা বলার জন্য নেতৃত্ব হারিয়েছিলেন, 'খেলোয়াড়েরা পরে এ নিয়ে অনুশোচনা করেছে। আমরা কিন্তু এরপর বহুদিন একসঙ্গেই খেলেছি। আসলে জীবনে এমন মুহূর্ত আসে যখন সত্য কথা বললে লোগে পাগল ঠাওরায়। আমি শুধু বলেছিলাম, কিছু খেলোয়াড় আছে যারা দেশের জন্য নিজের সেরাটা দিচ্ছে না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও