You have reached your daily news limit

Please log in to continue


এই ঈদেও মুক্তি পাচ্ছে সিনেমা!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন একটি মঞ্চ। এই মঞ্চের শিল্পী হলেন শিক্ষার্থীরা। তারা প্রতিদিন আসা যাওয়ার সময় বগির দেয়ালে ‘ড্রাম’ চাপরিয়ে উচ্চস্বরে গান গেয়ে সারা বগি মাতিয়ে রাখে। এ বগিতেই গান গাইতে গাইতে শিল্পী হয়ে উঠেছেন নকীব খান, পার্থ বড়ুয়া, এসআই টুটুলসহ আরো অনেকেই। শুধু গান নয় এই ট্রেনকে ঘিরে গড়ে ওঠেছে হাজারও গল্পকথা অনেক প্রেমকাহিনী। তেমন কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’। চলচ্চিত্রটি ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রদর্শিত হলেও ঈদের দিন অনলাইনে মুক্তি পাচ্ছে। ঈদের দিন থেকে পরবর্তী নব্বই দিন লাগভেলকি ডট কম অনলাইন মুভি প্লাটফর্মের মাধ্যমে দর্শকেরা বিশ্বের যে কোনো স্থান থেকে উপভোগ করতে পারবেন চলচ্চিত্রটি। চলচ্চিত্রতে মোট ছয়টি মৌলিক গান রয়েছে। এতে অভিনয় করছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ছাত্রী মোহসেনা ঝর্ণার ‘বহে সমান্তরাল’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন