করোনাকালীন এবারের ঈদে ঘরবন্দি মানুষদের বিনোদন দিতে টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন মাধ্যমেও থাকছে বেশ কিছু নাটক। ঈদে ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটক ‘সাক্ষী হাজির’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ইভ্যালি নিবেদিত নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আখম হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর, কচি খন্দকার, মিলন ভট্ট, এস আই শহীদ, স্বর্নালী তন্বী, সুজিত বিশ্বাস, ধনু মিয়া ইমরান হোসনে তুহিনসহ আরও অনেকে। এর গল্পে দেখা যাবে, বেলাল ভাড়ায় সাক্ষী দেওয়ার মানুষ।
গ্রামের কোন মামলায় কারও পক্ষে সাক্ষী দরকার হলে তাকে ভাড়া করা হয়। ভাড়ায় খাটতে গিয়ে তাকে মাঝেমধ্যে বিপদেও পড়তে হয়। একবার এক মিছিলে অংশ নেওয়ায় গুণ্ডার দল তাকে মেরে হাতে পায়ে ব্যান্ডেজ পরিয়ে দেয়। বেলাল সাইকেল চুরির এক গ্রাম্য শালিসে চোরের পক্ষ নেয়। ফলে চোর বেকসুর খালাস পায়।
কিন্তু সাইকেল মালিক শিলা ক্ষেপে বেলালকে বলে, তার জীবন সে নরক বানিয়ে ছাড়বে। পথে ঘাটে তাকে অপদস্থ করতে থাকে শিলা। ঘটনাপ্রবাহে তাদের দুজনের মধ্যে বিয়ে হয়। এরপর শুরু হয় আরেক দ্বন্দ্ব ও সংকট। নাটকটি প্রসঙ্গে দীপু হাজরা বাংলানিউজকে বলেন, করোনার দুর্যোগে ঘরে থাকা দর্শকদের বিনোদন দিতে আমার ক্ষুদ্র প্রয়াস এই নাটক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.