টানা ঘরে বন্দি থাকার ক্লান্তি, সংক্রমণ নিয়ে ভয়, ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা- এমন এক সময়ে ঈদ এসেছে। খুব স্বাভাবিকভাবেই এইসব ক্লান্তির ছাপ মুখে পড়ে আছে। তবু ঈদ তো উৎসবের দিন। অন্যান্য সময়ের মতো না হোক, একদিনের জন্য হলেও দুশ্চিন্তা ভুলে যান। যেভাবে আছেন, সেভাবেই আনন্দে কাটান ঈদের দিনটি। ক্লান্তিভাব কাটিয়ে তরতাজা হতে চাইলে নিতে হবে নিজের যত্ন। খুব বেশি কিছু দরকার নেই, এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে গোলাপজল।
নিমেষে তরতাজা হয়ে উঠতে গোলাপজলের এক ঝলক হালকা মিষ্টি সুগন্ধই যথেষ্ট! ত্বকের যত্নেও গোলাপজলের ব্যবহার বহুল প্রচলিত। ফেস মাস্কের উপাদান হিসেবে, টোনার বা ফেস মিস্ট হিসেবে গোলাপজল ত্বককে স্নিগ্ধ, আর্দ্র আর সতেজ রাখে। তাছাড়া দুশ্চিন্তা কাটিয়ে মন হালকা করতেও জুড়ি নেই গোলাপজলের সুবাসের। মুখে ঘরোয়া ফেসপ্যাক লাগানোর আগে তুলোয় করে গোলাপজল নিয়ে সারা মুখে লাগিয়ে নিন।
ত্বক আগে থেকে পরিষ্কার করে নেবেন। মুখে গোলাপজল লাগানোর পরে ফেসপ্যাক লাগান। তাতে ফেসপ্যাকের কার্যকারিতা বাড়বে, গোলাপজলও ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক আর্দ্র রাখবে। কেমিক্যালে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.