বগুড়া জেলা শহরের চাষি বাজারের একটি মাছের আড়তের ১১জন কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনিবার একদিনে সর্বোচ্চ ২৫জন সংক্রমিত হলেন।
গত দেড় মাসে ১৬৮জনের শরীরে করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে ১৬জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও একজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হওয়া ২৫জনের বেশির ভাগই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে সদরের ১২, শাজাহানপুরের ৫, শেরপুরের ৩, গাবতলীর ২ এবং কাহালু, দুপচাঁচিয়া ও সোনাতলা উপজেলার ১জন করে রয়েছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে বগুড়ার ১৬৩জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ২৫জনের প্রতিবেদন ‘পজিটিভ’ এসেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.