বেনাপোলে ঘূর্ণিঝড় আম্পানের সময় ঘর চাপা পড়ে আহত এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে আম্পানে দেশে মোট মৃত্যুর সংখ্যা হলো ২৩। শনিবার ভবারবেড় গ্রামের শাহেব আলীর ছেলে শাহিন আলমের (২৭) মৃত্যু হয় বলে স্বজনরা জানান।শাহিনের বড় ভাই কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ের সময় তাদের ঘরের দেওয়াল ভেঙে পড়লে শাহিন ঘাড়ে ও বুকে গুরুতর আঘাত পান। পরদিন সকালে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন।
“কিন্তু অর্থ সংকটের কারণে তাকে বাড়ি এনে চিকিৎসা দিচ্ছিলাম।”শনিবার দুপুরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে কামাল আরও জানান।অতি প্রবল ঘূর্ণিঝড় বুধবার দুপুরের পর ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। রাতে এ ঝড় বাংলাদেশে প্রবেশ করে।ঝড়ে বহু গাছপালা ভেঙে পড়ে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎহীন হয়ে পড়েন দেশের অর্ধেকের বেশি গ্রাহক।
এ নিয়ে যশোর জেলায় মোট মৃত্যুর সংখ্যা হলো ১৩। এছাড়াও পিরোজপুরে ৩ জন, পটুয়াখালীতে ২ জন এবং ঝিনাইদহ, সাতক্ষীরা, ভোলা, চাঁদপুর ও বরগুনায় একজন করে মারা গেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.