রংপুরে সাদ এরশাদের দেহরক্ষীসহ ১০ জনের করোনা শনাক্ত
রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদের দেহরক্ষীসহ আরও ১০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার (২৩ মে) রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু। তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়।
এতে গাইবান্ধার চারজন, রংপুরের তিনজন, কুড়িগ্রামের দুইজন ও লালমনিরহাট জেলার একজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন- গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ২৫ ও ৪৬ বছর বয়সী দুইজন, গোবিন্দগঞ্জ থেকে একজন (৪৮), সাদুল্লাপুরের একজন (২৫), লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স (২৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর একজন নারী (৪০), চিলমারীর এক পুরুষ (২৪), রংপুর পুলিশ লাইন্সের এক নারী ও এক পুরুষ সদস্য এবং সাদ এরশাদের দেহরক্ষী। এদিকে রমেকের পিসিআর ল্যাবে গত ৫১ দিনে ২৮৫ জন এবং রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার চার ধাপের ফল (আইইডিসিআর'র তথ্য মতে ৮৭ জন) অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৩৭২ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.