রেডিও-টেলিভিশনে ঈদের জামাত সরাসরি সম্প্রচারের আহ্বান
দেশের চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে সচেতন অনেক নগরবাসী ঈদ জামাতে যাবেন না।এই জন্য ঈদের জামাত টেলিভিশন এবং রেডিওতে সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছে বাংলাদেশে গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন। শনিবার (২৩ মে) অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পর্কিত খবর দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৪ মৃত্যুর রেকর্ড, শনাক্ত ১৬৯৪আমিরাতে অনুষ্ঠিত হবে না ঈদের জামাত কোয়ারেন্টিন থেকে পালানোর সময় যুবককে ধাওয়া (ভিডিও) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এরই মধ্যে এ বিষয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ এবং ধর্ম সচিব নুরুল ইসলাম বরাবর আবেদন পাঠানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদুল ফিতরের জামাতে সকল বয়সের পুরুষ মানুষ শামিল হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.