 
                    
                    তারকা শেফের বয়স হলো এক
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ২৩ মে ২০২০, ২২:০২
                        
                    
                অনেকেরই পছন্দের পেশা শেফ। আবার কেউ কেউ শখে করেন এই কাজ। করোনাভাইরাস প্রতিরোধে জারি হওয়া লকডাউনে সবাই কমবেশি গৃহ শেফ বনে গেছেন। কেউ কেউ জনপ্রিয় হতে ইউটিউবে রান্নার চ্যানেল খুলছেন। কিন্তু জনপ্রিয় হওয়া বা তারকাখ্যাতি সবার ভাগ্যে জোটে না। সবার ভাগ্যে না জুটলেও অনেক কিছু বোঝার আগেই মাত্র এক বছর বয়সী শিশু কোবে জনপ্রিয় শেফ হয়ে গেছে। সামাজিক যোগাযোগেরমাধ্যম ইনস্টাগ্রামে এখন তার ফলোয়ার সংখ্যা ১৩ লাখ
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                