
আম্পান: পশ্চিমবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী
চ্যানেল আই
প্রকাশিত: ২৩ মে ২০২০, ২২:৪৭
পশ্চিমবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী আন্তর্জাতিক - চ্যানেল আই অনলাইন ২৩ মে, ২০২০ ২২:৪৭ আম্পানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ভারতের পশ্চিমবঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী নামানো হয়েছে। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতরের অনুরোধের কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতার রাস্তায় সেনা নেমেছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত তিন কলাম সেনা রাস্তায় কাজে নামানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে এই সংখ্যা বাড়তে পারে। শনিবার সকালে সেনাবাহিনীকে আম্পান উদ্ধারকাজে যোগ দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ জানানো হয়।
বিজ্ঞাপন সেখানে আম্পানের পর প্রায় তিন দিন কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বহু জায়গায় বিদ্যুৎ নেই, পানি নেই, রাস্তায় গাছ ও ইলেকট্রিকের পোল পড়ে আছে। আর এ পরিস্থিতিতে রাস্তায় সেনা নামানো হয়েছে।