
নোয়াখালীতে জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু, বাড়ি লকডাউন
প্রথম আলো
প্রকাশিত: ২৩ মে ২০২০, ২২:০৯
নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে জ্বর ও শ্বাসকষ্টে ভুগে এক ব্যক্তি মারা গেছেন। করোনা পরীক্ষা করার জন্য তাঁর মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী ও ছেলের নমুনাও নেওয়া হয়েছে। তাঁর বাড়ি অবরুদ্ধ ‘লকডাউন’ করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। আজ শনিবার দুপুরে নিজের বাড়িতে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ওই ব্যক্তি করোনার ‘রেড জোন’ ঘোষিত বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর একটি মন্দিরে কাজ করতেন। চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগে তিনি শুক্রবার বাড়ি আসেন। রাতে তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয়। আজ সকালের দিকে অবস্থার আরও অবনতি ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।