নোয়াখালীতে জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু, বাড়ি লকডাউন

প্রথম আলো প্রকাশিত: ২৩ মে ২০২০, ২২:০৯

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে জ্বর ও শ্বাসকষ্টে ভুগে এক ব্যক্তি মারা গেছেন। করোনা পরীক্ষা করার জন্য তাঁর মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী ও ছেলের নমুনাও নেওয়া হয়েছে। তাঁর বাড়ি অবরুদ্ধ ‘লকডাউন’ করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। আজ শনিবার দুপুরে নিজের বাড়িতে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ওই ব্যক্তি করোনার ‘রেড জোন’ ঘোষিত বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর একটি মন্দিরে কাজ করতেন। চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগে তিনি শুক্রবার বাড়ি আসেন। রাতে তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয়। আজ সকালের দিকে অবস্থার আরও অবনতি ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও