ভারতের দিল্লিতে কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ড আন্তর্জাতিক- সেমি লিড - চ্যানেল আই অনলাইন ২৩ মে, ২০২০ ২২:০০ ভারতের সাউথ দিল্লির একটি কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। শনিবার সন্ধ্যায় এ আগুন লাগে বলে এনডিটিভি’র প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আসলেও ওই হাসপাতালে চিকিৎসাধীন অনেক রোগীর অবস্থা আশঙ্কাজনক।
তবে ৮ জন রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে হাসপাতালের যে তলায় আগুন লাগে সেই তলায় কোনো রোগী ছিল না। বিজ্ঞাপন হাসপাতালের তৃতীয় তলায় অপারেশন থিয়েটারে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। দেশটির ফায়ার সার্ভিস সূত্র বলছে, ৫টা ৫৪ মিনিটে তারা আগুন লাগার খবর জানতে পারে। করোনা মহামারীর কারণে ওই হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতালে রুপান্তর করা হয়। শেয়ার করুন: আগুনকরোনাকরোনাভাইরাসকোভিড হাসপাতালহাসপাতালে আগুন
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.