কেন আবিষ্কার নাও হতে পারে করোনার টিকা?

আরটিভি প্রকাশিত: ২৩ মে ২০২০, ২০:১৫

করোনাভাইরাসের একটি ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কঠিন। আর তাই ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, একটি টিকা আবিষ্কার জন্য সবকিছু বাজি লাগিয়েছে যুক্তরাজ্য। কিন্তু করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নাও পারে বলে অনেক বিশেষজ্ঞই আশঙ্কা প্রকাশ করেছেন।

একই ধরনের কথা বলেছেন ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার জনাথন ভ্যান-ট্যাম। তিনি বলেন, যে কথা কেউ শুনতে চায় না, কিন্তু একটি ভ্যাকসিন আবিষ্কারের ব্যাপারে আমরা নিশ্চিত নই। তার এই আশঙ্কা কিন্তু একেবারেই অমূলক নয়।

একটি ভ্যাকসিন আবিষ্কার করা খুব সময়সাধ্য ব্যাপার। আর আদর্শ একটি ভ্যাকসিন সংক্রমণ থেকে রক্ষা করে, এটার বিস্তার রোধ করে এবং নিরাপদ রেখেই এ কাজগুলো করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও