You have reached your daily news limit

Please log in to continue


ব্রিটিশরা ফ্রান্সে গেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

যুক্তরাজ্য থেকে কোনো ব্যক্তি যদি প্রতিবেশী ফ্রান্সে যায় তাহলে তাকে ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে (স্বেচ্ছা সঙ্গরোধ) থাকতে হবে। দেশটির সরকারের ঘোষণা অনুযায়ী এই নির্দেশনা কার্যকর হবে আগামী ৮ জুন থেকে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল আজ ঘোষণা দিয়েছেন আগামী ৮ জুন থেকে যারা যুক্তরাজ্যে আসবেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ব্রিটিশ সরকারের এমন ঘোষণার পরপরই ফ্রান্স সরকারের পক্ষ থেকে পাল্টা এমন নির্দেশনা জারি করা হলো। ফ্রান্স বলছে, ইউরোপীয় কোন দেশ যদি কোয়ারেন্টাইন করার এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে তারাও ওই দেশের জন্য একই নির্দেশনা জারি করবে। আগামী সোমবার থেকে স্পেন হতে যারা বিমানে করে ফ্রান্সে আসবেন তাদের জন্যও বাধ্যতামূলক এই সেল্ফ আইসোলেশন কার্যকর হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন