নতুন গান নিয়ে ঘোরের মধ্যে আসিফ! বিনোদন - চ্যানেল আই অনলাইন ২৩ মে, ২০২০ ১৯:৩০ ‘সর্ম্পকগুলো অদ্ভুত , জীবন এখানে অনিশ্চিত। সেই অনিশ্চিত জীবনে , জীবনের অর্থ কখনো কখনো অধরাই থেকে যায় । এখানে গান হয়ে ওঠে গল্প, আর গল্প হয়ে ওঠে গান।’-এভাবেই একটি স্মৃতিচারণ নোটের ইতি টানলেন আসিফ আকবর। তবে বাস্তব জীবনে নয় , মিউজিক ভিডিওতে।
ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করেছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের নতুন গান ‘পিরিত কইরা কান্দি আমি’। এই গানের ভিডিওর দৃশ্য এটি । জনপ্রিয় লেখক ও নির্মাতা সাদাত হোসাইনের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে এই গানের ভিডিও। গীতিকার ওমর ফারুক লিখেছেন ‘পিরিত কইরা কান্দি আমি’ শিরোনামের এই গান। সুর করেছেন প্রিন্স রুবেল আর সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.