গত মৌসুম থেকেই নেইমারকে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। আগামী মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ন্যু ক্যাম্পে আনতে পাখির চোখ করে দলবদলের মাঠে নামবে দলটি। পিএসজি থেকে তাকে ফেরাতে পারলে দারুণ হবে বলছেন বার্সা কোচ কিকে সেতিয়েন।
বেইন স্পোর্টসকে সাক্ষাৎকারে জানিয়েছেন, নেইমারকে কোচিং করাতে মুখিয়ে তিনি। ২০১৭ সালের গ্রীষ্মে ২২২ মিলিয়ন ইউরোয় বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। প্যারিসে মনকষ্টে ভুগে আবারও ন্যু ক্যাম্পে ফিরতে চান ২৭ বছর বয়সী ফরোয়ার্ড, এমন খবর ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলোতে।
সেতিয়েনের বিশ্বাস নেইমার একদিন আবারও বার্সাতেই ফিরে আসবেন। ফিরলে তা হবে তার জন্য দারুণ এক অভিজ্ঞতা, ‘তাকে কোচিং করাতে পারলে আমার দারুণ লাগবে। কারণ সে সেরাদের একজন। আমার মেসিকে কোচিং করানোর স্বপ্ন পূরণ হয়েছে। যদি নেইমার আমাদের সঙ্গে যোগ দেয়, সেটা হবে আনন্দের।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.