‘প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মকভাবে কাজ করছেন’
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো দ্রুত মেরামত করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ৪ হাজার পরিবারকে ঈদ উপহার ও খাদ্য বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে নড়িয়া উপজেলার ২০ টি মসজিদে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত ৬ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.