ব্যাংকনোট ২০ দিন পর্যন্ত কোয়ারেন্টিনে রাখবে সৌদি আরব
আরটিভি
প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৭:৪৭
সৌদি আরবের মুদ্রা কর্তৃপক্ষ (সামা)জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে পাওয়া সব ব্যাংকনোট ও কয়েন কোয়ারেন্টিনে রাখবে তারা।খবর আরব নিউজের।
সংস্থাটি বলছে, ইলেকট্রনিক পেমেন্ট টুলসহ মুদ্রা করোনাভাইরাস বিস্তারের সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করা হয়।সেক্ষেত্রে নোট ও কয়েন আবদ্ধ ইউনিটে ১৪ থেকে ২০ দিন পর্যন্ত রাখা হবে। কোথা থেকে এই অর্থ এসেছে তার ওপর ভিত্তি করে কোয়ারেন্টিনের মেয়াদ ভিন্ন ভিন্ন হবে। এছাড়া স্বাস্থ্য ঝুঁকি কমাতে আরও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছে তারা।
সামা জানিয়েছে, ব্যবহারের জন্য নিরাপদ এটা নিশ্চিত করতে ব্যাংকনোট ও কয়েন বিশেষ ট্রিটমেন্টের মধ্য দিয়ে যাবে।