ঈদের দিন অনলাইনে মুক্তি পাচ্ছে ‘শাটল ট্রেন’

চ্যানেল আই প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৭:৫৮

ঈদের দিন অনলাইনে মুক্তি পাচ্ছে ‘শাটল ট্রেন’ বিনোদন - চ্যানেল আই অনলাইন ২৩ মে, ২০২০ ১৭:৫৮ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ‘শাটল ট্রেন’ নামটি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। শাটল ট্রেনকে কেন্দ্র করেই রচিত হয় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাসি, কান্না বা প্রেম-ভালোবাসা আর আনন্দ-বেদনার মহাকাব্য।

আর এই মহাকাব্যের কিছু সময়, কিছু ঘটনা আর অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’। ঈদকে কেন্দ্র করে অনলাইনে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা প্রদীপ ঘোষ।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্মাতা জানান, ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রদর্শীত হয়েছে ‘শাটল ট্রেন’। এবার চলচ্চিত্রটি সব শ্রেণির দর্শকের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তিনি জানান, ঈদের দিন অনলাইনে দেখতে পারবেন ছবিটি। লাগভেলকি.কম নামের একটি অনলাইন সিনেমা প্লাটফর্মে ছবিটি দেখা যাবে বলে জানান নির্মাতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও