করোনাকে জয় করলেন ৭২২ পুলিশ সদস্য

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৫:৫৮

চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের এ পর্যন্ত ৭২২ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।
শনিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির উপ-মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার পর্যন্ত নতুন করে ১৭৮ জন আক্রান্তসহ বাংলাদেশ পুলিশের ৩ হাজার ৫৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২ জন দেশের জন্য করোনাযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন।

এতে আরো বলা হয়, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা-শুশ্রুষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও