You have reached your daily news limit

Please log in to continue


লকডাউনে বেতন নেই, কুয়ায় ঝাঁপ দিয়ে ৯ জনের আত্মহত্যা

লকডাউনের কারণে কর্মহীন এবং বেতন বন্ধ থাকায় মানবেতর জীবন-যাপনের কষ্ট সহ্য করতে না পেরে এক শ্রমিক ও তার পরিবারের ছয় সদস্যসহ অন্তত ৯ জন কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার এক গ্রামে। আনন্দবাজার বলছে, নিহতদের মধ্যে ছয়জন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তারা একই পরিবারের সদস্য। অন্যদের মধ্যে দু’জন বিহারের এবং একজন ত্রিপুরার। এর আগে, বৃহস্পতিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি রাও বলেছিলেন, অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরার জন্য ট্রেন-বাসের বন্দোবস্ত করা হয়েছে। হেঁটে যেন কেউ বাড়ির পথ না-ধরেন। সে দিনই হায়দরাবাদের উপকণ্ঠে গোরেকুন্টা গ্রামের এই কুয়া থেকে চারজনের মরদেহ উদ্ধার হয়। শুক্রবার একই কুয়া থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শ্রমিকরা গণ-আত্মহত্যা করে থাকতে পারেন। তারা লকডাউনের কারণে বাড়িতে ফিরতে পারছিলেন না। দু’মাস ধরে জুটমিল ও অন্য কারখানা থেকে বেতন পাননি এই শ্রমিকরা। কারও শরীরে আঘাতের চিহ্নও নেই। ফলে এটি হত্যাকাণ্ড নয় বলে বলে মনে করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন