ঈদ: করোনা থেকে বাঁচতে করণীয়

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৫:১০

এবারের ঈদ একটু আলাদা। করোনাভাইরাসের কারণে আতঙ্ক নিয়ে উদযাপন করতে হবে ঈদ। তাই আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। জেনে নিন ঈদে করোনা সংক্রমণ কমাতে যে কাজগুলো করবেন- ১. নিজের আপনজনের সাথে নিজের ঘরেই সময় কাটান। সম্পর্কিত খবর করোনাকে ফাঁকি দেয়ার সুযোগ নেই: কাদেরঈদের পরদিন ‘কৃষকের ঈদ আনন্দ বেদনা’ঈদ উৎসবে মেহজাবীনের এই রূপ! ২. একান্ত দরকার ছাড়া ঘর থেকে বের হবেন না। ৩. বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। ৪. সামাজিক দূরত্ব বজায় রাখুন।

৫. বারবার দুই হাত পরিষ্কার করুন। ৬. কম মানুষের সান্নিধ্যে যাবেন। ৭. খোলা জায়গায় থাকুন। ৮. বদ্ধ জায়গা পরিহার করুন। ৯. বাইরে বের হলে সংক্রমণের ঝুঁকি এড়িয়ে চলুন। ১০. বাইরে বের হলে পারতপক্ষে একা একা হাঁটুন। ১১. অন্যের সাথে সীমিত আলাপ করুন। ১২. করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। ১৩. খাবার বা পানীয় ভাগাভাগি করে খাওয়া থেকে বিরত থাকুন। ১৪. বাচ্চাদের অন্যের খেলনা ব্যবহার করতে দেবেন না। ১৫. পারতপক্ষে বাইরে সমাবেশ করবেন না। ১৬. আপাতত ঘরে লোকজন দাওয়াত করা বন্ধ রাখুন। ১৭. ঈদ উপলক্ষে সব ধরনের আচার-অনুষ্ঠান থেকে বিরত থাকুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও