কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলছে ৭ ফেরি

বার্তা২৪ প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৪:৪৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বেলা ১২টার পর থেকে যানবাহন ও যাত্রীর চাপ কমে যাওয়ায় এখন ফেরি চলছে ৭টি। ফেরির সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি।

তিনি শনিবার (২৩ মে) দুপুরে বার্তা২৪.কম-কে বলেন, সকালের দিকে যাত্রী ও যানবাহনের চাপ ছিল অনেক। সে কারণে এই নৌরুটে ১৪টি ফেরি চালু ছিল।
কিন্তু বেলা ১২টার দিকে যাত্রী ও যানবাহন কমে যাওয়ায় এই নৌরুটে ৭টি ফেরি চলাচল করছে।

যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে বলে জানান। এদিকে যাত্রী ও যানবাহন না থাকায় দীর্ঘ সময় পর ফেরিগুলো দৌলতদিয়া ঘাট ছেড়ে যাচ্ছে পাটুরিয়ার উদ্দেশ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও