জার্মানিতে মুসলমানদের প্রার্থনার জন্য ছেড়ে দেয়া হয়েছে চার্চ
জার্মানিতে মুসলমানদের প্রার্থনার জন্য ছেড়ে দেয়া হয়েছে চার্চ আন্তর্জাতিক- সেমি লিড - চ্যানেল আই অনলাইন ২৩ মে, ২০২০ ১৪:০৯ করোনা মহামারীর প্রভাব পড়েছে ধর্ম চর্চাতেও। জার্মানে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মসজিদগুলোতে জায়গার সংকুলান হচ্ছে না মুসলমানদের। আর তাই রাজধানী বার্লিনের একটি চার্চ এবার ছেড়ে দেয়া হলো জুম্মার নামাজের জন্য।
এমন পদক্ষেপ গ্রহণ করায় জার্মানির মুসলমানরা একে স্বাগত জানিয়েছেন৷ জার্মান সরকার গত ৪ মে শর্ত সাপেক্ষে থেকে ধর্মীয় কর্মকাণ্ড পুনরায় চালুর অনুমতি দেয়। এতে বলা হয় , ধর্মীয় কার্যক্রম চালু করা যাবে কিন্তু মানতে হবে ১.৫ মিটার সামাজিক দুরত্ব। দেশটিতে মসজিদের সংখ্যা কম থাকায় বিপাকে পড়ে যায় মুসলমানরা। বিজ্ঞাপন দেশটির নিউকলিন শহরের একটি মাত্র মসজিদ রয়েছে দারুসসালাম নামে। পরে শুক্রবারের জুম্মার নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হয় নিকটস্থ মার্থা লুথার চার্চটি।
রমজান মাস জুড়ে রোজা রাখার পর মুসলমানরা একত্রে জামাতে নামাজ আদায় করেন। তবে এ বছর করোনা সঙ্কটে দূরত্ব মেনে মসজিদে জায়গা কম ছিল বলে জার্মান সরকার এমন ব্যবস্থা করেছে। বিশ্বজুড়ে এই করোনা সঙ্কটকালীন পরিস্থিতি ধর্মীয় সম্প্রীতিতে খুব ভালো ভাবেই দেখছেন সেখানকার মুসলমানরা। মসজিদটির ইমাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মহামারী আমাদের সবাইকে এক করে দিয়েছে। সংকট মানুষকে সংঘবদ্ধ করে।’ শেয়ার করুন: করোনা সঙ্কটজার্মান বার্লিনমার্থা লুথার চার্চমুসলমানদের প্রার্থনা