ব্রিটেন ও ইইউর মধ্যে উত্তেজনা তুঙ্গে

ঢাকা টাইমস প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৪:০৯

ব্রেক্সিট-পরবর্তী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থির করতে তৃতীয় দফার আলোচনাও ব্যর্থ হবার পর ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে৷ কূটনৈতিক শিষ্টাচারের বদলে খোলা চিঠির মাধ্যমে একে অপরকে দোষারোপ করছে দুই পক্ষ৷ ব্রিটেনের ব্রেক্সিটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডেভিড ফ্রস্ট এক চিঠিতে ইইউর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন৷ ইইউর প্রধান মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ে পালটা চিঠিতে ব্রিটেনকে এমন মনোভাব সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ খবর ডয়চে ভেলের।

ব্রিটেন মঙ্গলবার ইইউর বিরুদ্ধে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বাড়তি, ভারসাম্যহীন ও অভূতপূর্ব'দাবির অভিযোগ করেছিল৷ ডেভিড ফ্রস্ট এই চিঠির সঙ্গে চুক্তির এক খসড়া প্রকাশ করেন৷ তিনি এ প্রসঙ্গে অন্যান্য দেশের সঙ্গে ইইউর বাণিজ্য চুক্তির কিছু অংশ তুলে ধরে দাবি করেন, যে ইইউ ব্রিটেনকে একই রকম সুবিধা দিতে রাজি নয়৷ ব্রিটেন কেন একইরকম সুবিধা পাবার যোগ্য নয়, সেই প্রশ্ন তোলেন ফ্রস্ট৷ তার মতে, দুই ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগীর মধ্যে মুক্ত বাণিজ্য সম্পর্কের বদলে নিম্ন মানের এক বাণিজ্য চুক্তির প্রস্তাব রেখেছে ইইউ৷ ইইউ শুরু থেকেই ভৌগলিক অবস্থানের প্রতি মনোযোগ আকর্ষণ করে ভবিষ্যৎ সম্পর্কের কাঠামোর কিছু পূর্বশর্ত স্থির করেছে৷

ব্রিটেন ঘনিষ্ঠ প্রতিবেশী হবার কারণে ইইউ নিজস্ব স্বার্থ রক্ষা করতে কিছু বাড়তি রক্ষাকবচ স্থির করেছে৷ বার্নিয়ে তার চিঠিতে ব্রিটেনের আচরণের কড়া সমালোচনা করেন৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও