একাত্তরের গেরিলা যোদ্ধা ‘বিচ্ছু’ জালাল করোনাভাইরাসে আক্রান্ত
একাত্তরের গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।কিশোর বয়সে দেশের মুক্তির লড়াইয়ে নেমে ‘বিচ্ছু’ নামে পরিচিতি পাওয়া জালাল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন।
জালালের পরিবারের পক্ষ থেকে শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানানো হয়।
তিনি এখন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন হলেও তাকে সিএমএইচে নেওয়ার প্রক্রিয়া চলছে।।
জালাল বলেন, “বেশ কয়েকদিন হল আমার নিউমোনিয়া ধরা পড়ে। এরপর আমি করোনাভাইরাস পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে।“প্রথমে ধানমন্ডির মডার্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করলেও তারা রাখেনি। গত তিন দিন আগে আমি স্কয়ার হাসপাতালে ভর্তি হই।”
জালাল বলেন, “শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হলেও আমি অক্সিজেন সাপোর্ট ছাড়াই শ্বাস নিতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
একাত্তরে ঢাকার আজিমপুর ওয়েস্টএন্ড হাই স্কুলে নবম শ্রেণিতে পড়ার সময়ই বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন জালাল।
সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ ডানপিটে জালালকে আদর করে ডাকতেন 'বিচ্ছু জালাল'; সেই থেকে এই নামটি তার সঙ্গে লেগে আছে।
একাত্তরে যুদ্ধের এক সময়ে রাজাকারদের হাতে ধরা পড়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন জালাল। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিনি সবসময় সোচ্চার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.