নোয়াখালীতে এক দিনে সর্বোচ্চ ৭৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫২ জনে।এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। জেলায় মোট মৃত্যু হয়েছে ৫ জনের। শনিবার (২৩ মে) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান জানান, গত ২১ ও ২২ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ২২ মে রাতে তাদের রিপোর্ট এলে তাতে করোনা পজিটিভ আসে ৭৭ জনের।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৩০০ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক এক ব্যক্তিকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
সিভিল সার্জন আরও জানান, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে। নোয়াখালীর ৩৫২ জন করোনা আক্রান্তে সংখ্যা উপজেলা ভিত্তিক- বেগমগঞ্জে উপজেলায় সর্বোচ্চ ১৭৮ জন, সদর উপজেলায় ৪১, চাটখিলে ২৬, সোনাইমুড়ীতে ১৮, কবিরহাটে ৫৪, কোম্পানীগঞ্জে ৭, সেনবাগে ১১, হাতিয়ায় ৬ ও সুবর্ণচরে ১১ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.