You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ১৬ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ৯৬ হাজার

যুক্তরাষ্ট্রে একদিনে নতুন করে আরও ২৩ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। শনিবার (২৩ মে) সকালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য থেকে জানা যায়, দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৬ লাখ ১ হাজার ২৫১ জন। আর একদিনে মৃত্যু হয়েছে ১ হাজারের বেশি মানুষের। করোনায় দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৯৬ হাজারের বেশি মানুষের। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, বুধবার একদিনে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৯ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৩৩৪ জন। সেরে উঠেছে ৩ লাখ ৫০ হাজার ১৩৫ জন। অবশ্য ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৬৪৭ জনের। গত ডিসেম্বরে চীনে করোনা সংক্রমণের পর ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যাতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৫২ লাখ। আর মৃত্যু ৩ লাখ ৩৮ হাজারের বেশি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন