You have reached your daily news limit

Please log in to continue


কভিড-১৯ আক্রান্ত আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

কভিড-১৯ আক্রান্ত আরো এক পুলিশ সদস্য মারা গেছেন। মো. মোশাররফ হোসেন নামে এই পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রাজশাহী আরআরএফে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে কভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের ১২ সদস্য মারা গেলেন। পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, পুলিশ সদস্যদের মাঝে প্রথম কভিড-১৯ শনাক্ত হয় গত ২৫ এপ্রিল। আর গত ২৮ এপ্রিল এ রোগে পুলিশ সদস্যদের মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর পর্যায়ক্রমে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন পুলিশ সদস্য কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান। নভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশজুড়ে সরকার ঘোষিত সাধারণ ছুটি চললেও দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, বিদেশফেরতদের হাতে হোম কোয়ারেন্টিনে থাকার অমোচনীয় সিল লাগানো এবং পরবর্তী সময়ে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, এমনকি কভিড-১৯ আক্রান্ত মৃত ব্যক্তির মরদেহ পরিবহন থেকে সত্কারের কাজ করতে হচ্ছে পুলিশ সদস্যদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন