কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনার ঈদেও সিএমভির ১০ চমক

দেশের প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র ঈদ আয়োজনে চমক থাকছে এই বছরও। ঈদকে সামনে রেখে, মাত্র ১০টি উপহার নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি। এরমধ্যে থাকছে ৬টি নতুন গান-ভিডিও আর ৪টি বিশেষ নাটক। এরমধ্যে গানের তালিকায় রয়েছে তানজীব সারোয়ার ও পূজার ‘ফানুস’। সম্প্রতি প্রকাশ হওয়া এই গানচিত্রটিকে ধরা হচ্ছে, এই ঈদের সবচেয়ে বড় বাজেটের মিউজিক ভিডিও হিসেবে। এরপর রয়েছে ঐশীর ‘হৃদয়ে পোষাধন’। মিনার মাহমুদের কথায় গানটির সুর-সংগীত করেছে মার্সেল। মেহেদী হাসান লিমনের কথায় এই সংগীত পরিচালকের গান ‘আড়ালে’। এটি গেয়েছেন যৌথভাবে কণা ও মার্সেল। এদিকে সোমেশ্বর অলির কথায় ইমরানের বিশেষ গান ‘বাবা’ গানটিতেও রয়েছে বেশ চমক। এটির সংগীত পরিচালনাও করেছেন মার্সেল। মেহেদী হাসান লিমনের কথায় আরও একটি বিশেষ গান আসছে মার্সেলের কণ্ঠে। এটির নাম ‘উথাল পাথাল প্রেম’। গানের বাইরে চারটি এক্সক্লুসিভ নাটক প্রকাশ পাবে সিএমভি’র ব্যানারে। এরমধ্যে প্রচারের আগেই সর্বাধিক আলোচনায় থাকা ‘উপহার’ নাটকটি প্রকাশ পাচ্ছে এই ব্যানার থেকে। মিজানুর রহমান আরিয়ানের এই নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। মেহেজাবীন চৌধুরীর ক্যারিয়ারের অন্যতম কাজ হিসেবে এরমধ্যে আলোচনায় উঠেছে ‘সিগনেচার’ নাটকটি। এতে মেহজাবীনের বিভিন্ন গেটআপের স্থিরচিত্র দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। আওরঙ্গজেবের তৈরি এই নাটকটিতে আরও আছেন আফরান নিশো। ঈদের ২য় দিন এটির উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। একই জুটিকে নিয়ে এই ব্যানার থেকে প্রকাশ হচ্ছে আরও একটি বিশেষ নাটক- ‘ইমপসিবল লাভ’। আব্দুল্লাহ মাহফুজ অভির চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। সিএমভি’র ঈদ উপহার হিসেবে চতুর্থ নাটক হিসেবে থাকছে ‘ডেঞ্জার লাভ’। মজার গল্পের এই নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন গোলাম সারোয়ার অনিক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন