কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সব ব্যাংকনোট ২০ দিন কোয়ারেন্টাইনে রাখবে সৌদি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা সব ধরনের ব্যাংকনোট ও কয়েন ১৪ থেকে ২০ দিন কোয়ারেন্টাইনে রাখবে সৌদি আরব। দেশটির মুদ্রা কর্তৃপক্ষ (এসএএমএ) এ সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২২ মে) আরব নিউজের খবরে বলা হয়, স্বাস্থ্য ঝুঁকি কমাতে ব্যাংকনোট ও মুদ্রা কোয়ারেন্টাইনে রাখার এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির মুদ্রা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘ব্যাংকনোট ও কয়েন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে নেয়া হবে। এরপর এগুলো সংস্থার নির্ধারিত মান অনুযায়ী মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলা হবে। নোংরা ও ব্যবহার অযোগ্য নোটগুলো সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলা হবে।’ ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৭১৯ জন। এ ভাইরাসে মারা গেছেন ৩৬৪ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩ জন। করোনাভাইরাস মোকাবিলায় ঈদুল ফিতরের উদযাপনও সীমিত করবে সৌদি আরব। রমজান মাস জুড়ে দেশটিতে জারি করা হয় কঠোর লকডাউন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন