পাবনার নিজ বাড়িতে শুক্রবার সকালে স্ট্রোক করে মারা যান নুরুজ্জামান নুরু খান। এরপর দীর্ঘ সময় পর্যন্ত মরদেহটি পড়ে ছিল বিছানাতেই। কিন্তু করোনা আতঙ্কে মরদেহটির কাছে যায়নি কেউ। এমনকি পরিবারের সদস্যরা পর্যন্ত মরদেহটি ফেলে দাঁড়িয়ে ছিলেন বেশ দূরে। গোসল পর্যন্ত করাতে যায়নি কেউ। তিনি দীর্ঘদিন ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
পাবনা সদর থানার গয়েশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধোপাদহ গ্রামের ঘটনা এটি। পরে তহুরা আজিজ ফাউন্ডেশনকে বিষয়টি জানানো হলে ফাউন্ডেশনের পরিচালক সমাজকর্মী দেওয়ান মাহবুব এবং নাট্যকর্মী শিশির ইসলাম সেখানে ছুটে যান। সে বাড়িতে গিয়ে বিছানা থেকে মরদেহ তুলে ইসলামী শরিয়ত অনুযায়ী মরদেহটি গোসল করান দেওয়ান মাহবুব ও শিশির ইসলাম।
স্থানীয়রা এসময় তাদের সহায়তা করতেও এগিয়ে আসেনি। স্থানীয় ইমাম সাহেবও গোসল করাতে আসেননি। তবে তিনি দূর থেকে দাঁড়িয়ে মাহবুব ও শিশিরকে সকল প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিয়ে সহযোগিতা করেন।
এরপর বিকাল ৪টায় স্থানীয় মসজিদে স্বল্প কয়েকজনের উপস্থিতিতে জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। এদিকে, জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করেই মৃতের গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.