সিলেটে ঈদের আগেই ভয়ঙ্কর করোনা, নতুন করে আক্রান্ত ৪৫
ঈদের আগেই ভয়ঙ্কর হয়ে ওঠেছে সিলেটের করোনা পরিস্থিতি। লকডাউন অমান্য করে ঈদকে সামনে রেখে অবাধ চলাফেরার ফল যেন পেতে শুরু করেছেন এ অঞ্চলের মানুষেরা।
শুক্রবার (২২ মে) একদিনে রেকর্ড পরিমাণ করোনা আক্রান্ত হলো সিলেট। এদিন ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ আসে। একই দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে আরো চার জনের করোনা পজিটিভ আসে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, সরকারি কর্মকর্তা ও সাধারণ লোকজন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে সিলেট সদরের ১৭ জন, কানাইঘাটের ৫ জন, বিশ্বনাথের ৬ পুলিশ সদস্য, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও বালাগঞ্জের একজন করে, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ ও জৈন্তাপুরের দুইজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আরেক জনের করোনা পজিটিভ এসেছে।
একই দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে পরীক্ষায় আরো ৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯২টি নমুনা জমা হলে ৮৮টির ফলাফলে ৪ জনের করোনা শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ২০মে সিলেটের দুই ল্যাবে আরো ৪৫ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। এরমধ্যে ৪৪ জনই সিলেটের এবং একজন মৌলভীবাজারের জুড়ি উপজেলার। আর ২১ মে সনাক্ত হওয়া আরো ১৩ জনের সকলেই সিলেটের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.