২০০১ সালে মুক্তি পেয়েছিল গৌতম মেননের ‘রেহনা হ্যায় তেরে দিল মে’। তামিল ‘মিনালে’র হিন্দি রিমেকটি রাতারাতি তুমুল জনপ্রিয়তা পায়। ছবির ম্যাডি আর রিনা হয়ে ওঠে তরুণদের স্বপ্নের নায়ক-নায়িকা। প্রায় দুই দশক পর ফের একসঙ্গে দর্শক দেখল ম্যাডি আর রিনার চরিত্র করা আর মাধবন ও দিয়া মির্জাকে।
তবে সেটা ইনস্টাগ্রাম লাইভে। লাইভে এসে তাঁরা বলেছেন কালজয়ী সিনেমাটি করার অভিজ্ঞতা। মাধবন বলেন, ‘আমি জানি পর্দায় আমাদের একসঙ্গে দেখতে মানুষ কতটা মুখিয়ে আছে। এটি এমন একটি সিনেমা, ১৯ বছর পরও যা পুরনো হয়নি। প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ না কেউ ছবির গান, দৃশ্য, সংলাপ শেয়ার করে।’
অনেক ভক্ত প্রশ্ন করেন ছবির সিক্যুয়াল নিয়ে। এ প্রসঙ্গে দিয়া বলেন, ‘সত্যি বলতে আমরা ছবিটির সিক্যুয়াল করার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু হয়নি। কারণ ভালো গল্প না পেলে ম্যাডি আর রিনাকে পর্দায় আনা ঠিক হবে না। তাদের নিয়ে দর্শকের একটা আবেগ আছে, সেটা নষ্ট করা যাবে না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.