কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় আক্রান্ত বিসিবি পরিচালক

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ মে ২০২০, ২১:৩২

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস এবার হানা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বিসিবি পরিচালক এবং বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ থাকায় দুই দিন আগে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে আসে করোনা পজেটিভ।


জানা গেছে, সাংগঠনিক কাজেই বিভিন্ন জায়গায় যেতে হচ্ছিল শফিউল আলমকে। এক সপ্তাহ আগে তার সামান্য জ্বর হয়। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ সেবনে সেই জ্বর কমেও যায়। তারপরেও সন্দেহ দূর করতে তিনি করোনা পরীক্ষা করান। বেশ অবাক করার মতোই ব্যাপার যে, জ্বর কমে গেলেও এবং কোনো উপসর্গ না থাকলেও তার করোনা পজেটিভ চলে আসে! করোনা পজেটিভ হলেও এখন কোনোরকম অসুস্থতায় ভূগছেন না শফিউল আলম চৌধুরী।


যে কারণে ডাক্তারের পরামর্শে তিনি সিলেটে নিজ বাড়িতে পরিবারের সঙ্গেই অবস্থান করছেন শফিউল। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আশিকুর রহমান ও প্রিমিয়ার লিগ খেলা সাবেক ক্রিকেটার সজীব দাস করোনায় আক্রান্ত হয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও