ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লওতারো মার্তিনেসকে প্রশংসা করার পাশাপাশি সতর্ক করেছেন ফাবিও কাপেলো। ইতালিয়ান কোচ জানিয়েছেন, বার্সেলোনার বেঞ্চে বসে থাকার চেয়ে সিরি’আ লিগে থাকায় সবচেয়ে ভালো ২২ বছর বয়সী তারকার জন্য।